দিয়া বাড়িতে বিমান বিধ্বস্ত, রক্তদানের আহ্বান তৌসিফ-সাদিয়া আয়মানের
প্রকাশিত:
২১ জুলাই ২০২৫ ১৫:৪৫
আপডেট:
২১ জুলাই ২০২৫ ২১:৪২

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রয়োজন পড়ছে রক্তের। সামাজিক মাধ্যমে রক্তদানে আহ্বান জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী সাদিয়া আয়মান।
নিজের ফেসবুকে তৌসিফ লিখেছেন, যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।
সাদিয়া আয়মান লিখেছেন, উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে। ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা। প্রচুর ব্লাড রিকুইজিশন আসসে। লুবানা হাসপাতাল, ইবনে সিনা, ক্রিসেন্ট হাসপাতাল। আপনারা যে যেভাবে পারেন ব্লাড এর জন্য আসেন।
এর আগে ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’
কেয়া পায়েল লেখেন, ‘যার হারায় সে বোঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’ সালহা খানম নাদিয়ার কথায়, ‘উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর ফাইটার বিমান বিধ্বস্ত হলো! আল্লাহ সবাইকে হেফাজত করুক।’
জানা গেছে, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: