শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— ছবিতে জীবনের গল্প বললেন পরীমণি


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ১২:৪৮

আপডেট:
১৯ জুলাই ২০২৫ ১৬:১৮

ছবি সংগৃহীত

কোনো সিনেমা নিয়ে আলোচনায় নেই, তবে বিভিন্ন কোম্পানির ইভেন্টে ব্র্যান্ডিং করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। এইতো বেশ কিছুদিন আগে দেশের বাইরে অবস্থান করেছিলেন এই নায়িকা। এক ইভেন্টে অংশ নিতে উড়াল দিয়েছিলেন মালয়েশিয়ায়; তখন তার সঙ্গে ছিল একমাত্র ছেলে পদ্ম।

সেখান থেকে নানা মুহূর্ত ভাগ করে নেন তারা। এরপর দেশে ফিরে সম্প্রতি একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পরীমণি। সেখানে এক নজরকাড়া সাজে নিজেকে ধরা দেন নায়িকা, মন জয় করেন ভক্তদের।

কিন্তু বিদেশে ঘোরাঘুরির সেই আমেজ এখনও কাটেনি পরীর। যখন মালয়েশিয়া গিয়েছিলেন নায়িকা, তখন এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন। এবার তার ঘুরতে যাওয়ার আরও কিছু ছবি প্রকাশ করলেন পরীমণি। শনিবার সকালে চোখ আটকে গেল পরীমণির একঝাঁক ছবিতে। যেখানে নায়িকা মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর থেকে নিজেকে মেলে ধরেছেন। যদিও এদিনের ক্লোজ ফ্রেমের কিছু ছবি সপ্তাহ খানেক আগেই প্রকাশ করেছিলেন নায়িকা।

ছবিতে দেখা যাচ্ছে, মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারস (পেট্রোনাস টাওয়ার) এর সামনে বসে আছেন পরীমণি। পরনে আকাশি-সাদা রঙের শাড়ি। এক ছবিতে মুখে হাত ধরে পোজ দিয়েছেন, অন্য একটিতে দাঁড়িয়ে হাসিমুখে হাত দিয়ে এঁকেছেন লাভ সাইন। সে সময় তার চোখে মুখে ফুটে ওঠে প্রশান্তি আর আত্মবিশ্বাসের ছাপ। ক্যাপশনে লিখেছেন, ‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’।

পরীর সেই পোস্ট প্রকাশের মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজারের বেশি প্রতিক্রিয়া আসে। মন্তব্যঘরে তার রূপের প্রশোংসাও করেন ভক্তরা।

তাদের মন্তব্য, ‘অসাধারণ লাগছে’, আরেকজন লিখেছেন, ‘ফের সেই পুরনো রূপে ফিরছে পরীমণি।’

উল্লেখ্য, মাতৃত্বের পর আবারও নিজেকে আগের মতো ফিট করে তুলছেন পরীমণি; যেন তারই দৃষ্টান্ত মিলছে দিনে দিনে। সামাজিক মাধ্যমেও নেটিজেনরা বলছেন একই কথা। আপাতত নতুন কোনো কাজ নিয়ে এই নায়িকা এখনও কিছু না জানালেও বলা যায় নিজেকে প্রস্তত রেখেছেন তিনি।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top