সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


শাহরুখ-রিহানার ভিডিও ভাইরাল!


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১৮:৩৭

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ০১:৪৮

ছবি সংগৃহীত

সামাজিক মাধ্যমে কখন কী ভাইরাল হয় বলা যায় না। এই যেমন ছড়িয়ে পড়েছে বলিউড বাদশা শাহরুখ খান ও জনপ্রিয় গায়িকা রিহানার একটি ভিডিও। এরইমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল সেটি।

তবে বিষয়টি নিয়ে অন্যরকম চিন্তা করার সুযোগ নেই। গতবছর অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে শাহরুখ ও রিহানার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, দুইজন মুখমুখি লড়াইয়ে মেতেছেন! তবে পেশী শক্তির না। মুকেশ আম্বানীর ছোট ছেলের বিয়েকে কেন্দ্র করে দুই তারকার মধ্যে চলছে নাচের প্রতিযোগীতা।

ওই ভিডিওতে আরও দেখা গেছে, মানুষের ঢল থেকে কখনও ভেসে আসছে শাহরুখের জয়জয়কার! আবার কখনও রিহানার হয়ে গলা ফাটাচ্ছেন বিয়েতে উপস্থিত অতিথিরা। ভিডিওর শেষ দেখা গেল, শাহরুখের জনপ্রিয় গান ‘ছাইয়া ছাইয়া’র তালের সঙ্গে চেনা ভঙ্গিতে নাচতে শুরু করলেন তিনি। তখন অতিথিদের মধ্যে উল্লাস আরও বেড়ে যায়।

শাহরুখের দেখাদেখি তাঁর সঙ্গে নাচের চেষ্টা করেন আমেরিকার পপ তারকাও। মুহূর্তেই গুরুর ভুমিকায় অবতীর্ণ হন বলিউড বাদশা, গানের সঙ্গে রিহানাকে নাচের ভঙ্গি শেখাতে লাগলেন। এ দৃশ্য দেখে মুগ্ধ কিং খানের ভক্তরা। সঙ্গে সঙ্গে হই হই কলরবে মুখর হয় ওঠে। শাহরুখ যতটা গুরু হিসেবে দক্ষ, শিষ্য হিসেবেও কম যান না রিহানা। অল্প সময়েই বলিউড বাদশার দেখানো নাচের ভঙ্গি রপ্ত করেন তিনি। এরপরই একসঙ্গে নাচে মুগ্ধ করেন উপস্থিত অতিথিরদের।

বলে রাখা ভালো, গত বছরের ১২ জুলাই চার হাত এক করেছিলেন অনন্ত ও রাধিকা। বিয়ের প্রাক্-অনুষ্ঠান শুরু হয়েছিল প্রায় ছ’মাস আগে থেকে। তিনদিন ব্যাপী বিয়ের অনুষ্ঠানে বলিউড তারকাসহ অংশ নেন মাইক্রোসফটের প্রধান বিল গেটস, মেটা’র সিইও মার্ক জাকারবার্গ, ডিজনির সিইও বব ইগার, অ্যাডোব-এর সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরা।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top