শনিবার, ৩রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


এবার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১২:৪১

আপডেট:
৩ মে ২০২৫ ০১:৩৫

ছবি সংগৃহিত

বলিউডে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ‘কুইন’ বলা হয়। সেই সঙ্গে বলা হয় ঠোঁটকাটা অভিনেত্রী। কিন্তু তিন খান—বাদশাহ শাহরুখ খান, বলিখ্যাত ভাইজান সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে কখনো কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। একাধিকবার সুযোগ এলেও ফিরিয়ে দিয়েছেন তিনি।

এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন— তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন তিনি। কারণ খানদের বিপরীতে অভিনয় করলে কখনই তিনি প্রাথমিক গুরুত্ব পান না। শুধু নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই ছবির প্রস্তাব এলেও বারবার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

যদিও সালমান খানের সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব কঙ্গনার। কিন্তু তারপরও কোনো ছবিতে জুটি বাঁধেননি অভিনেত্রী। বহু ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছিল তার। এরপরও দুজনকে একপর্দায় দেখা যায়নি। এর কারণ অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

ভবিষ্যতে কি ‘ভালো বন্ধু’ সালমানের সঙ্গে এক ছবিতে কঙ্গনাকে দেখার কোনো সুযোগ আছে?— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, সালমান আমার ভালো বন্ধু। একসঙ্গে কাজ করার বহু সুযোগ আমরা পেয়েছি। কিন্তু কোনোভাবেই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।

সালমান সম্পর্কে এর আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন— সালমানজির অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ ওকে কত ভালোবাসে। আমি মনে করি, দেশে ওর অনুরাগীই সবচেয়ে বেশি। যারা ওকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন। আর যারা অপছন্দ করেন, তাদের ওকে কখনই ভালো লাগবে না। ওকে যারা প্রতিযোগী মনে করেন, সালমান তাদের কাছে কাঁটা হবেনই।

এদিকে এর আগে ‘ইমার্জেন্সি’ ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল— আগামী দিনে কি তার পরিচালনায় তিন খান— শাহরুখ, সালমান ও আমিরকে দেখা যাবে? সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। তিন খানের পরিচালক হতে নাকি এক পায়ে রাজি কঙ্গনা।

অভিনেত্রী বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছে— আমি বলিউডের তিন খানকে কোনো ছবিতে পরিচালনা করতে চাই কিনা। তিনি বলেন, কেন করব না? ভালো চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। অভিনেত্রী বলেন, আমি মনে করি— ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।

উল্লেখ্য, কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

মির্জ সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top