মাইনাস ১৫ ডিগ্রি ঠাণ্ডায় বরফ পুকুরে রাকুল
প্রকাশিত:
৭ মে ২০২৩ ১৯:৪০
আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১১:৪৪

বলিউড ও তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ রাকুলপ্রীত সিং। অক্ষয় কুমার থেকে শুরু করে অজয় দেবগণসহ বলিউডের বহু নামী তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সামনেই ‘ইন্ডিয়া ২’তে ফের দেখা যাবে রাকুলকে।
তবে শুধু অভিনয় নয়, সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় রাকুল। বিশেষ করে রাকুলকে মাঝে মধ্যেই নানা কিছু পোস্ট করতে দেখা যায় ইনস্টাগ্রামে।
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রিন্টেড বিকিনি পরে রাকুল একটি বরফ পুকুরে ডুব দিচ্ছেন। মাইনাস ১৫ ডিগ্রি টেম্পারেচারে বরফ ঘেরা এক পাহাড়ে বরফ গলা জমা পানিতে ডুব দিচ্ছেন তিনি। কিন্তু একটুও কাঁপুনি নেই।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, রাকুল বরফের পানিতে ক্রাইয়োথ্রেরাপি নিচ্ছিলেন। শরীরের ব্যথা বা টিস্যুর ট্রিটমেন্টের জন্য এই ট্রিটমেন্ট করা হয়।
এ ভিডিও নিয়ে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। অনেকেই বলছেন, মাইনাস ১৫ তে বরফ পানিতে ডুব। একটু বারাবারিই করে ফেলেছেন রাকুল।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: