২২ বছর বয়সী নারী ইনফ্লুয়েন্সারের মরদেহ উদ্ধার
প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২২ ০৬:২৮
আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৩:৪২

বলিউড ও টিভি অভিনেত্রী তুনিশা শর্মা আত্মঘাতী হওয়ার পর এবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগওয়ান্সির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ভারতের রায়গড়ে নিজ বাড়ি থেকে লীনার মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।
চক্রধর নগর থানার সাব ইন্সপেক্টর এক জাতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগওয়ান্সি। রায়গড়ে নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন তিনি। চক্রধর নগর থানা এই ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লীনার দেহ।’
লীনার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১১ হাজারের বেশি। গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ইউটিউবে তার নিজস্ব চ্যানেলও রয়েছে। যার নাম ‘রয়্যাল লীনা’। সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করতেন।
এবারের বড় দিনে সবশেষ পোস্ট করেছিলেন লীনা। মেয়েকে হারিয়ে শোকে ভাসছে তার পরিবার।
সম্পর্কিত বিষয়:
ইনফ্লুয়েন্সার
আপনার মূল্যবান মতামত দিন: