নতুন লুকে নওয়াজউদ্দিন
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ২১:৩২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৮:২৫

রুপালী রঙের পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। খুব চেনা চেনা চেহারা, কিন্তু অচেনা। আসলে তিনি কোনো অভিনেত্রী নন। একটি ছবির মোশন পোস্টারে নারীর বেশে চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’তে এই লুকেই দেখা যাবে নওয়াজউদ্দিনকে।
চরিত্রটি প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী জানিয়েছেন, “নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছেন। তবে ‘হাড্ডি’ চরিত্রটি একেবারেই স্পেশাল। এরকম লুকে আগে দেখা যায়নি তাকে। তবে এবার অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেয়েছেন। সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় আছেন।”
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অজয় শর্মা জানান, “ছবিতে ডাবল চমক দেখা যাবে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে ‘হাড্ডি’। তাদের টিম আশা করছে মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দেবে।’
জানা গেছে, জি স্টুডিও প্রযোজিত ‘হাড্ডি’ সিনেমার শুটিং হবে পশ্চিম ইউপির নয়দা ও ঘাজিয়াবাদ এলাকায়। সব ঠিক থাকলে এটি ২০২৩ সালে মুক্তি পাবে।
নওয়াজউদ্দিনকে শেষ বার পর্দায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল ‘হিরোপন্তি ২’-এ, যা গত এপ্রিলে মুক্তি পেয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
সম্পর্কিত বিষয়:
সিনেমা
আপনার মূল্যবান মতামত দিন: