পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে: শিক্ষামন্ত্রী
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২১ ০৬:২০
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৯:৪৮

ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। তবে আমাদের এ জাতীয় কোনো পরিকল্পনা এখনো নেই। আমরা চাই ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকুক। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনে এসে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা লাগবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানদের সুরক্ষা। তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।
আপনার মূল্যবান মতামত দিন: