সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


শুরু আনুষ্ঠানিক প্রচারণা

রাকসু নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালিকা প্রকাশের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হয়। তবে বৃষ্টির কারণে প্রথম দিনই অনেক প্রার্থী ও সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয়।

এর আগে বিকেল ৩টায় সিনেট ভবনে লটারির মাধ্যমে বিভিন্ন পদের প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শনিবার রাতে এক জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যালট নম্বর বরাদ্দের নীতিমালা সংশোধন করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি পদে প্রতিটি প্রার্থীর ব্যালট নম্বর লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্তভাবে লড়ছেন ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ১৬ জন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১০ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক ৯ জন।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক ৬ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ৮ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৯ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৮ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ৬ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ৮ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১৬ নির্বাহী সদস্য পদে ৫৫ জন।

এছাড়া সিনেট সদস্য পদে দাড়িয়েছেন ৫৮ জন। সর্বমোট ৩০৬ জন প্রার্থী হয়েছে রাকসু, সিনেট নির্বাচনে। এদিকে হল সংসদ নির্বাচনে ৬০০ জন প্রার্থী হয়েছে।

এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬।

প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top