শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


সাতদিন পর জ্ঞান ফিরলো চবি শিক্ষার্থী ইমতিয়াজের


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:০১

ছবি সংগৃহীত

‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়া হওয়া শিক্ষার্থী ইমিতিয়াজ আহমেদের জ্ঞান ফিরেছে। খুলে নেওয়া হয়েছে লাইফ সাপোর্ট। মা-বাবার সঙ্গে কথাও বলেছেন তিনি। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‎শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের পার্কিভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির।

‎তিনি বলেন, আজকে মেডিকেল বোর্ড বসেছে। তখন লাইফসাপোর্ট খুলে নেওয়া হয়। খোলার পর ইমতিয়াজ ভালো রেসপন্স করছে। মা-বাবার সঙ্গে কথাবার্তা বলেছে। তার বাবা, মা ও ভাইকে সে চিনতে পেরেছে। মেডিকেল বোর্ডের সীদ্ধান্ত অনুযায়ী লাইফসাপোর্ট খোলার পর তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। দুজন মেডিসিন কনসালটেন্ট আজকে তাকে দেখবেন। অক্সিজেন সেচুরেশন ১০০ মেইনটেইন হচ্ছে। সবকিছু মিলিয়ে অবস্থার উন্নতি হয়েছে।

গত রোববার (৩১ আগস্ট) সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় নগরের পার্কভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top