সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, বোর্ডের কঠোর হুঁশিয়ারি


প্রকাশিত:
১২ মে ২০২৫ ১৪:৫২

আপডেট:
১২ মে ২০২৫ ১৪:৫৩

ছবি সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনীহা প্রকাশ করায় প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এ বিষয়ে সোমবার (১২ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত কিছু পরীক্ষক এবং প্রধান পরীক্ষক নির্ধারিত দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, যার ফলে উত্তরপত্র মূল্যায়নে বিঘ্ন ঘটছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃক পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তাদের একটি অংশ দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না।

এমন অবস্থায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত সব পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার খাতা সংগ্রহের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে — এমন সতর্কও করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এই চিঠি অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top