বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে রেকর্ড
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৫:৪৮
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৮:২৭

বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের সময়সীমা শেষ হয়েছে। এবার মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করেছে সরকার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ শেষ হয়েছে শুক্রবার (১৫ আগস্ট)। সরকার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর বিপরীতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান, ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল সংগৃহীত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিবছরই কৃষক ও সরবরাহকারীদের কাছ থেকে ধান, চাল সংগ্রহ করে থাকে। পাশাপাশি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য বিদেশি উৎস থেকেও চাল ও গম সংগ্রহ করা হয়ে থাকে।
খাদ্যবান্ধব কর্মসূচি, অতিদরিদ্রদের খাদ্য সহায়তা, কাজের বিনিময়ে খাদ্য, ওএমএস, টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি এবং জরুরি রেশন ও ত্রাণ সরবরাহের জন্য খাদ্যশস্য ব্যবহার করে সরকার।
সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে খাদ্য মন্ত্রণালয়ের গুদামে ২০ লাখ ৫০ হাজার টনের বেশি ধান, চাল ও গম মজুত আছে।
এবার বোরো মৌসুমে ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হয়। এ মৌসুমে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা দর ঠিক করে সরকার, গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি। এছাড়া প্রতি কেজি ৩৬ টাকা দরে গম সংগ্রহের দর ঠিক করে সরকার, যদিও লক্ষ্যমাত্রার কথা জানানো হয়নি।
গত বছর কেজিপ্রতি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে কিনেছে সরকার।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: