এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ঋণ লোপাটের মামলা
প্রকাশিত:
৩ জুন ২০২৫ ১৮:০৭
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৬:১৪

জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ বাদলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে এফ.কে. নীট টেক্স লিমিটেডের অনুকূলে ঋণ অনুমোদন ও বিতরণ করে জনতা ব্যাংক থেকে ৮৫ দশমিক ২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
মামলায় অন্য আসামিরা হলেন- এফ.কে. নীট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস, জনতা ব্যাংকের ঢাকার কর্পোরেট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক আব্দুছ ছালাম আজাদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক ফার্স্ট এজিএম অজয় কুমার ঘোষ এবং সাবেক নির্বাহী প্রকৌশলী (পুর.) মো. শাহজাহান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: