আবারও বাড়ানো হবে বিদ্যুতের দাম
প্রকাশিত:
৩ অক্টোবর ২০২২ ০৩:৫০
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৪:৪৭

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল জানিয়েছেন, বিদ্যুতের পাইকারি পর্যায়ে যে কোনো দিন নতুন দাম ঘোষণা করা হবে। এ বিষয়ে কাজ চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন তিনি।
আবদুল জলিল জানান, গত ১৮ মে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের গণশুনানি হয়েছিল। গণশুনানিতে বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল বিইআরসির টেকনিক্যাল কমিটি। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করা হবে। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এ জন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে।
আগামী ১৩ অক্টোবরের মধ্যে বিইআরসির বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।
সম্পর্কিত বিষয়:
বিদ্যুত
আপনার মূল্যবান মতামত দিন: