মানিকনগরে একুশে এক্সপ্রেসের বাসে আগুন
প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৩২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৯:৪৬

রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
অগ্নিসংযোগে জড়িত ও হতাহত সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
সম্পর্কিত বিষয়:
#অগ্নিকাণ্ড
আপনার মূল্যবান মতামত দিন: