বাসর রাতে নববধূ নিখোঁজ
প্রকাশিত:
২২ জুন ২০২২ ১৯:৪৪
আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১৩:০০

নারায়ণগঞ্জের বন্দরে বাসর রাতে এক নববধূ (২২) নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় নববধূর স্বামী বন্দরের একরামপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া মঙ্গলবার (২১ জুন) বিকেলে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে ইব্রাহিম মিয়া জানান, শুক্রবার ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে করেন তিনি। শনিবার (বাসর রাতে) টয়লেটে যাওয়ার কথা বলে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি।
এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক চন্দা সাহা বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ নববধূকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: