বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০৩:১০
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৭:৫৩

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১ নভেম্বর) দুইটি চোরাই মটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- পলাশ চন্দ্র ঘোষ ও উদ্যোপ কুমার রায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই দুইজনের নামে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: