ক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়ে ফেলে দিল খালে
প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮
আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৭

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় এক মাদরাসা ছাত্রী নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং পরে সেটি রাস্তা থেকে খালে ফেলে দেয়।
নিহত শিশুটির নাম আরবী ইসলাম (৬)। সে আদর্শ মহিলা মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী এবং রান্ধুনী বাড়ি গ্রামের মো. আলমগীর শেখের মেয়ে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) আরবী মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুনী বাড়ি গ্রামের শাহাজ উদ্দিনের বাড়ির সামনে সিরাজদিখান-মুন্সীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরপরও বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাক্কা দিয়ে পাশের খালে ফেলে দেয়।
স্থানীয়রা জানান, ঘাতক বাসের চালক জামাল মাদকাসক্ত অবস্থায় বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বাসটি ঢাকা থেকে টঙ্গীবাড়িতে আসছিল। পথে মাদরাসা ছাত্রীকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। বিক্ষিপ্ত জনতা বাসটিতে আগুন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে কিছু পুলিশ সদস্যও আহত হন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: