অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৭
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২১
আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষসহ ৭জনকে আটক করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩৬ ঘণ্টার মধ্যে তাদের উপজেলার বাঘাডাঙ্গা ও খোসালপুর সীমান্ত থেকে আটক করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাঘাডাঙ্গা সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নারী নাগরিককে আটক করে।
অন্যদিকে, গতকাল ভোর সাড়ে ৫টার সময় খোসালপুর সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতর থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ জনকে আটক করে। তার মধ্যে একজন পুরুষ, ৪জন নারী ও ১ শিশু রয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি নড়াইল জেলার রতনপুর গ্রামে ।
তিনি আরও জানান, আটক পুরুষকে মহেশপুর থানায় এবং নারী ও শিশুদেরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে সোপর্দ করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: