ব্যবসায়ীর গোডাউনে মিলল বিপুল পরিমাণ টিসিবির তেল
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৩:১১
আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৪:০০

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির বিপুল সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পণ্য মজুত করে এবং সকালে বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স কামাল স্টোরের গোডাউনে ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে দোকানের মালিককেও আটক করা হয়।
অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী, নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ অংশ নেয়।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: