মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১১ ঘণ্টা ধরে উল্টে আছে ট্রাক, দীর্ঘ যানজট


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৭:০৪

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ২০:০৫

ছবি ‍সংগৃহিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর তুলাবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ১১ ঘণ্টারও বেশি সময় ধরে ট্রাকটি সরানো সম্ভব না হওয়ায় ঢাকামুখী লেনে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এর ফলে তীব্র গরমে সড়কে আটকাপড়া হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তুলাবোঝাই ট্রাকটি উল্টে যায় এবং মহাসড়কের একটি লেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় দুর্ভোগ। দেখতে দেখতে গাড়ির সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ১০ কিলোমিটার ছাড়িয়ে যায়। প্রচণ্ড রোদে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা অসহায়ভাবে আটকা পড়ে আছেন। গাড়ি চললেও তা খুব ধীরগতিতে। অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে ভারী সরঞ্জাম না থাকায় এত বড় ট্রাকটি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তারা ট্রাকটির মালিকপক্ষকে বারবার নির্দেশ দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সড়কের এই অচলাবস্থা নিরসনে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পক্ষের সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয়রা বলছেন, যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হতো, তাহলে এত বড় দুর্ভোগের সৃষ্টি হতো না। সড়কে আটকে থাকা এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় ধরে আটকে আছি। তীব্র গরমে সবাই অস্থির হয়ে পড়েছে। আমরা জানি না কখন জ্যাম ছুটবে।

অন্যদিকে, একজন ট্রাকচালক জানান, আমাদের জরুরি পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। এভাবে দীর্ঘ সময় আটকে থাকলে আমাদের ব্যবসা ও সময় দুটোই নষ্ট হচ্ছে।

আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার পথে তুলাবোঝাই একটি ট্রাকের সামনের চাকা খুলে মহাসড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে রেকার ভ্যান নিয়ে গাড়িটি একাধিকবার তোলার চেষ্টা করা হলেও কাজ হয়নি।

তিনি আরও বলেন, দ্রুত গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। গাড়িটি সরানোর পর যানজট কমবে। এ ঘটনায় এতে কেউ হতাহত হননি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top