মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ নারী আটক


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১২:৩৫

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৫:১৮

ছবি ‍সংগৃহিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ৪ নারী অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবি টহল দলের হাতে আটক হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান। এর আগে সকালে উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন— নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা ব্যাপারীর মেয়ে মিনারা আক্তার (২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়ার গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯), কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।

বিজিবি জানায়, অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশি নারী ভারতের কোলকাতায় গৃহকর্মীর কাজের সন্ধানে মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের মানব পাচারকারী মো. কামাল মিয়া (৪০) ও নিজনগর গ্রামের মো. লিটন মিয়ার (৩৫) সহযোগিতায় অবৈধভাবে ভারতে গমনের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট আটক হয়। ৪ নারী জনপ্রতি দালালকে ১২ হাজার করে ৪৮ হাজার টাকা দেন।

২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, আটক ৪ নারীকে মাধবপুর সোপর্দ করা হয়েছে। তাদের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top