মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন: বাবাকে জরিমানা, পালালেন কনে


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১২:২৬

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১২:২৭

ছবি ‍সংগৃহিত

১৫ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ২০ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করে মেয়ের বিয়ের আয়োজন করায় তার বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এদিকে বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কনে পালিয়ে যান। বর তখনও বিয়ে বাড়িতে পৌঁছাননি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, মেয়েটির প্রকৃত বয়স ১৫ বছর। মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top