মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান


প্রকাশিত:
১৯ মে ২০২৫ ১৭:৪৮

আপডেট:
২০ মে ২০২৫ ০০:১৪

ছবি সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে।

সোমবার (১৯ মে) রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর মোহনায় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে বালু দস্যুতা এবং মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।

তিনি বলেন, এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া নদের ১৮ কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইসগেট অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের একচ্ছোত্র ক্ষমতায় বিগত দিনে নদী রক্ষায় শত শত কোটি টাকার বিভিন্ন প্রকল্প এর কাজ করেছে, যা বর্তমানে সম্ভব নয়। তবে নদী রক্ষা কমিশন ও পরিবেশ রক্ষা কমিশনসহ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিত চেষ্টায় ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে করে নদীর গতিপথ ও পানি প্রবাহ স্বাভাবিক হয়।

রিজওয়ানা হাসান বলেন, অন্ততপক্ষে আমার ইচ্ছা নদীর মোহনা খনন ও স্লুইসগেটটি অপসারণ যেন দেখে যেতে পারি। সেইসঙ্গে একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে দিয়ে যেতে পারি, যাতে করে পরবর্তী সরকার সেই লক্ষ্যে কাজগুলো এগিয়ে নিতে পারে।

এ সময় নদীর স্বাভাবিক গতিপথ ঠিক রাখতে ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে চারঘাটের মোহনায় অবস্থিত স্লুইসগেটটি অপসারণ ও নদীর উৎসমুখ খননের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডকে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের জন্য তাগিদ দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া পাবনার আটঘরিয়ায় মৃতপ্রায় ১৮ কিলোমিটার নদীর পুর্নজীবিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের উত্তরপশ্চিম অঞ্চল এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মকলেসুর রহমান, রাজশাহী পানি উন্নয়ন সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোষ্মামী, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর, উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top