বগুড়ায় অস্ত্রসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২১ ২২:২৪
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২৩:৪৩

বগুড়ায় ধারালো অস্ত্রসহ ১১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত কয়েক দিনে ছিনতাই ঘটনা ও রাতের আধাঁরে অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ার ঘটনায় বগুড়া সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আদমদিঘি উপজেলার রাজন ওরফে আরিফুল ইসলাম (৩২), বগুড়া সদরের নারুলি মধ্যপাড়ার মো. রুবাই (১৯), একই এলাকার মো. রায়হান (২০), সোহেল রানা (২০), আব্দুল আজিজ (২২), আশরাফ (২০), আকাশতারা এলাকার রঞ্জু মিয়া (১৯), উত্তর চেলোপাড়ার সাদ্দাম (২৬), আব্দুর জব্বার (২০), মালগ্রাম দক্ষিণপাড়ার শুভ (২২), ফুলবাড়ি দক্ষিণপাড়ার রাফি (২৮) এবং এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লোহার রড, ১টি চাকু ও ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: