উখিয়ার ক্যাম্পে আরএসও সদস্যদের গুলি, ৪ রোহিঙ্গা আহত
প্রকাশিত:
২২ মে ২০২৪ ১৫:৫৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৬:২২

উখিয়ার ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের ওপর গুলি ও শেড ভাংচুরের অভিযোগ উঠেছে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। আজ বুধবার সকালে উখিয়ার আশ্রয় শিবিরে ক্যাম্প-৪ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর মো. ইব্রাহিম, নুর হোসেন, মো. সেলিম ও মো. জোনায়েদ।
ক্যাম্প সূত্র জানায়, মিয়ানমারের রাখাইনে যুদ্ধ করতে কয়েকদিন ধরেই লাম্বাশিয়ায় এলাকাসহ ক্যাম্পের বিভিন্ন স্থান থেকে সাধারণ রোহিঙ্গাদের ধরে নিয়ে যাচ্ছে আরএসও'র সদস্যরা। রোহিঙ্গারা এতে অস্বীকৃতি জানালে আজ তাদের ওপর আরএসওর সদস্যরা গুলি বর্ষণ ও শেড ভাংচুর করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা বিদ্ধ হয়েছেন বলে জেনেছি। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: