ঘনকুয়াশায় চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা ৮ ফেরি
প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪ ০৯:৫১
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৯:২৯

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় আটটি ফেরি।
বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) মাঝরাত থেকেই এ তিন নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। এ সময় থেকেই এই নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে বুধবার ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা আরও তীব্র আকার ধারণ করে। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না।
দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় আটটি ফেরি। এ সময় দুর্ভোগ পোহাচ্ছেন শতশত যানবাহনের শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রীরা।
এই তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘনকুয়াশায় এই রুটগুলোতে দুর্ঘটনা এড়াতে রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: