শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


চুরি হওয়া ২৫ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৬

ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি বাসায় চুরির ঘটনায় চুরি হওয়া ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ও চুরির টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কাউছার আহমেদ (২২)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ টাকা, মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম ব্যবসায়ী। তিনি বনানীর রোড নং-১৮, হাউজ নং-৩৮/বি-তে পরিবারসহ বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, শয়নকক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও ওয়াল আলমারির দরজা খোলা। ভেতরে রাখা ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি হ্যান্ড সুটকেস মেঝেতে পড়ে ছিল। ওই স্যুটকেসে থাকা ৩০ লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বনানী থানায় মামলা দায়ের করেন ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম। মামলার তদন্তকালে প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে মানিকগঞ্জে অভিযান চালিয়ে মো. কাউছার আহমেদকে গ্রেপ্তার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. কাউছার আহমেদ চুরির টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top