পল্লবীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল যুবকের
প্রকাশিত:
১১ আগস্ট ২০২৫ ১১:০৩
আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:০৯

রাজধানী ঢাকার পল্লবীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইমন মোল্লা (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. সিয়াম (২৪) নামে আরেক যুবক। ।
রবিবার (১০ আগস্ট) রাত এগারোটার দিকে মিরপুর-১২ চৌরঙ্গী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ইমন ইভেন্ট ম্যানেজমন্ট প্রতিষ্ঠানে কাজ করতেন। ঘটনার সময় একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন তারা।
আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ইমন মোল্লাকে আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই আলমাস মাতব্বর বলেন, "ইমন ও সিয়াম উত্তরায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে রাতে বাসায় ফিরছিল। চৌরঙ্গী এলাকায় পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে আইল্যান্ডের সাথে মাথায় গুরুতর আঘাত পায় ইমন। সামান্য আহত হয় সিয়াম। "
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।"
নিহত ইমন মিরপুর-১২ আলোকদি ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: