মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


হাসিনার পলায়ন দিবসে আকাশে উড়লো কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৫:৪৬

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৮:১৬

ছবি ‍সংগৃহিত

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চলছে অনুষ্ঠান। গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হলো হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর দিন স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

মঙ্গলবার (৫ আগস্ট) ঠিক দুপুর ২টা ২৫ মিনিটে শত শত দর্শকদের হাত থেকে উড়ে যায় বেলুনগুলো।

বেলুন হাতে শাহরিয়ার হাসান নামের একজন বলেন, গত বছরের এই দিনে ঠিক ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে হাসিনা পালিয়ে যায় ভারতে। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতেই এই হেলিকপ্টার বেলুন উড়ানো।

রিয়াদুল বিন রিফাত নামের আরেকজন জানান, ছাত্র-জনতার ভয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হন। তার পালানোর মুহূর্ত স্মরণীয় করে রাখছি আমরা। এ যেন এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top