ধানমন্ডিতে চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই
প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৪:০৭
আপডেট:
১৮ জুলাই ২০২৫ ০০:০০

ধানমন্ডি থানার মিরপুর রোডে চালক নুরুল হককে (৬০) মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বৃদ্ধ নুরুল হকের বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার আদা কানাই গ্রামে। তিনি রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা আসিফ নামে এক যুবক জানান, ধানমন্ডির মিরপুর সড়কে ৬০ বছরের বৃদ্ধ নুরুল হককে মারধর করে তার কাছে থাকা অটো ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোরের দিকে আহত অবস্থায় এক অটোরিকশা চালককে নিয়ে আসা হয়। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা যুবকের কাছ থেকে জানতে পারি তাকে মারধর করে তার সঙ্গে থাকা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: