রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


ঢাকা-নারিতা ফ্লাইট স্থগিত করলো বিমান বাংলাদেশ


প্রকাশিত:
১৮ মে ২০২৫ ১৭:৩২

আপডেট:
১৮ মে ২০২৫ ২২:৪৪

ছবি সংগৃহীত

বহুল আলোচিত ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান।

চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান।

রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ১ জুলাই পরবর্তী ফ্লাইটে ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট কিনেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পুরো অর্থ ফেরত নিতে পারবেন।

সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস্ অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে বিমান।

১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। কিছুদিন পর সেটি বন্ধ হয়ে যায়। এর দুই বছর পর ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট পরিচালনা শুরু করে। ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়।

এর প্রায় দেড় যুগ পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিমান চালু করে ঢাকা-নারিতা ফ্লাইট। এবার দেড় বছরের মাথায় সেটি বন্ধ হচ্ছে। এর ফলে ঢাকা থেকে বিমানে সরাসরি জাপানে যাওয়া যাবে না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top