হাতিরঝিল এলাকা থেকে আরও ৫২ কিশোর আটক
প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ২২:৫৮

রাজধানীর হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গত বুধবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত দেড় শতাধিক কিশোরকে আটক করা হলো।
হাতিরঝিলে বেড়াতে গিয়ে সাধারণ মানুষ উত্ত্যক্তের শিকার হচ্ছে- সম্প্রতি এমন অভিযোগ দেয়া হয় পুলিশ সদর দপ্তরে। এর পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার পুলিশ এ অভিযান শুরু করে।
পুলিশ জানিয়েছে, আটক ৫২ কিশোরের তথ্য-উপাত্ত যাচাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। হাতিরঝিলে এ অভিযান চলবে।
এর আগে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক ব্যক্তি পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার ফেসবুক পেজে অভিযোগ করেন, অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটাতে বিনোদনপ্রেমী মানুষ হাতিরঝিল এলাকায় যায়। কিন্তু কিছু কিশোর তাদের হয়রানি করছে।
পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়।
সম্পর্কিত বিষয়:
হাতিরঝিল
আপনার মূল্যবান মতামত দিন: