গুলশানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন
প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪ ১৭:৪৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ২২:১০

রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবব পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা আগুন নেভানোর কাজ করছেন।
তিনি বলেন, দুপুর ১টা ৪২ মিনিটের দিকে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুনের তথ্য পেয়েছি। সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশনকে বিষয়টি জানানো হয়েছে।
বৈদ্যুতিক ট্রান্সফরমারের আশেপাশের বাড়িগুলোতে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: