বাংলামোটরে ভবনে আগুন
প্রকাশিত:
১ নভেম্বর ২০২২ ০৩:৫৯
আপডেট:
২ আগস্ট ২০২৫ ২২:৩১

রাজধানীর বাংলামোটরে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আমরা বিকেল সাড়ে ৫টায় বাংলামোটরে একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়েছি। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কথা জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও আসেনি বলে জানান এই কর্মকর্তা।
সম্পর্কিত বিষয়:
আগুন
আপনার মূল্যবান মতামত দিন: