রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১১ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


বক্স অফিসে ‘থামা’র আয় কত?


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫ ১৭:৩১

আপডেট:
২৬ অক্টোবর ২০২৫ ২১:১১

ফাইল ছবি

ভারতের দিওয়ালি উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছিল ম্যাডক ফিল্মসের আলোচিত ভৌতিক ব্রহ্মাণ্ডের নতুন সংযোজন ‘থামা’। ভূত-মানুষের সহাবস্থানের লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নিয়ে মুক্তির আগে থেকেই ছিল ব্যাপক উন্মাদনা।

প্রথম দিনে বক্স অফিসে দুরন্ত সূচনা করে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত এই হরর-কমেডিটি। এতটাই সফল হয়েছিল যে, ওপেনিং কালেকশনেই পেছনে ফেলেছে বক্স অফিসে ঝড় তোলা ‘সাইয়ারা’র রেকর্ড!

দ্বিতীয় দিন গড়াতে না গড়াতেই সিনেমাটির আয়ে দেখা দিয়েছে বড়সড় পতন। সিনে বিশেষজ্ঞদের মতে, এটি শতকোটি আয়ের স্বপ্নকে আরও কঠিন করে তুলেছে। ২১ অক্টোবর মুক্তির দিন ‘থামা’ ঘরে তুলেছিল ২৪ কোটি রুপি। এমন দুর্দান্ত সূচনা দেখে আয়ুষ্মান খুরানা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে মন্দির-মন্দিরে পূজাও দিয়েছিলেন।

কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি ছবিটি। দ্বিতীয় দিনে এসে ব্যবসা কমে যায় ২২.৫০ শতাংশ। বুধবার, অর্থাৎ দ্বিতীয় দিনে সিনেমাটির আয় দাঁড়ায় ১৮.৬ কোটি রুপি। এরপর তৃতীয় দিনে তা আরও কমে আসে ১৩ কোটিতে।

আর চতুর্থ দিন, অর্থাৎ শুক্রবার ‘থামা’র বক্স অফিসের অঙ্ক আরও নিম্নগামী হয়। এই দিন ম্যাডক ফিল্মসের বহু প্রতীক্ষিত এই সিনেমাটি মোটে ৯.৫৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। সব মিলিয়ে, মুক্তির মাত্র চার দিনে জাতীয় স্তরে ‘থামা’র মোট আয় দাঁড়িয়েছে ৬৫.১৫ কোটি রুপি।

অন্যদিকে বিশ্বব্যাপী এই সিনেমাটি ৯৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। অগ্রীম বুকিংয়ের ঝাঁজ এবং ওপেনিং ইনিংসে ছক্কা হাঁকানো দেখে সিনেমহলের অনেকেই মনে করেছিলেন, প্রথম সপ্তাহেই ‘থামা’ ১০০ কোটির গণ্ডি পেরোবে। কিন্তু আপাতত সেই স্কোর আয়ুষ্মান-রশ্মিকার ছবির কাছে অধরাই রয়ে গেল। এখন শনিবারের বক্স অফিস রিপোর্টের দিকেই চোখ রাখছেন সিনে বিশেষজ্ঞরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top