বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


‘আমাকে তারা নেয়নি’


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৬

আপডেট:
২৩ অক্টোবর ২০২৫ ০৮:১৪

ফাইল ছবি

দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর চলতি বছরের ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। মুক্তির আগে থেকেই ছবিটি বক্স অফিসে রেকর্ড গড়েছিল, আর মুক্তির পরেও এর আয় তাক লাগিয়ে দেওয়ার মতো।

কিন্তু সম্প্রতি জানা গেল এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নয়, বরং শুরুতে 'রূপা' চরিত্রে অভিনয় করার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কিন্তু কেন শেষ মুহূর্তে তাকে ছবিতে দেখা গেল না? এত দিন পর সেই রহস্যের পর্দা উন্মোচন করলেন অভিনেত্রী নিজেই।

মাস মুভির হাত ধরে টালিউডে উত্থান হলেও দেব একসময় ছক ভেঙে শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে 'বুনোহাঁস' ছবির মতো ভিন্নধারার কাজ করেছিলেন। সেই ছবিতে দেবের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এর ঠিক পরই দেবের পরবর্তী ছক ভাঙা ছবি ছিল 'ধূমকেতু', আর তাতেও প্রথমে শ্রাবন্তীরই কাজ করার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলেছেন শ্রাবন্তী। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে নায়িকা বলেন, ‘তারা নেয়নি আমাকে। তারা হঠাৎ করে আমাকে বলেন। আসলে তাদের নিশ্চয়ই কিছু মনে হয়েছিল চরিত্রটা সম্পর্কে।’

তবে এই সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলে জানান শ্রাবন্তী। এর কারণ হিসেবে তিনি দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটির দিকে ইঙ্গিত করে বলেন, ‘তাছাড়াও দেব-শুভশ্রী জুটির একটা বড় সংখ্যক ফ্যান রয়েছে। আর তাদের দু’জনকে দেখতে দারুণ লেগেছে। আমি ওই জুটির বড় ফ্যান। আমি সে সময় তাদের প্রচুর ছবি দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে।’

অভিনেত্রীর কথায়, ‘তবে আমি বিশ্বাস করি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। হয়তো এত ভালো নাও হতে পারত আমাদের মতো। আবার ভালোও হতে পারত।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top