রাকসু নির্বাচন
বৃষ্টির মধ্যেই প্রচারণায় নেমেছে প্রার্থীরা
 প্রকাশিত: 
                                                ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৭:৫৯
                                                
 
                                        রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে বৃষ্টির মধ্যেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাদেরকে বৃষ্টির মধ্যেই বিভিন্ন জায়গায় প্রচারণা করতে দেখা যায়।
প্রার্থীরা বলছেন, গতকাল ব্যালট নম্বর দেওয়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। যার জন্য গতকাল প্রচার-প্রচারণা করতে পারেননি। আজকে সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও সাড়ে নয়টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়। এছাড়াও আচরণবিধি অনুযায়ী কোনো একাডেমিক ভবনে ঢোকা যাবে না। আর বৃষ্টির মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী এখন একাডেমি ভবনের মধ্যে আছে। এজন্য প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানান তারা। তবে প্রচারণা শুরু হওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রার্থীদের সাড়াও দিচ্ছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা বৃষ্টির মধ্যেই টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আশে পাশের টং দোকান, চায়ের দোকান, খাবারের হোটেল, একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের কাছে প্রচারণা চালাচ্ছেন।
প্রচারণা চলাকালে শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, শিক্ষার্থীরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত, ডাক শুনে অনেক বেশি উচ্ছ্বসিত। আমরা যখন তাদের কাছে যাচ্ছি তখন তাদের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন। আমরা আমাদের চোখে ক্যাম্পাস টাকে কিভাবে দেখতে চাই সেটা জানাচ্ছি। আমরা যখন বলছি যে ছাত্র শিবিরের প্যানেল থেকে এসেছি তখন শিক্ষক শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে, সাদরে গ্রহণ করছেন আমাদের। বিশেষ করে আমাদের বোনদের কাছে যে ভালোবাসা পাচ্ছি, তাদের কাছে যে ফিডব্যাক পাচ্ছি তাতে আমরা খুবি অভিভূত। 
তিনি আরও বলেন, আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমাদের ১০ টা থেকে প্রচারণার করার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সাময়িক বিলম্ব হয়। এরপরেও আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে যাবার। বৃষ্টি থাকা শর্তেও শিক্ষার্থীরা আমাদেরকে সাড়া দিচ্ছেন।
এসময় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমাদের গতকাল থেকেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে গতকাল আমাদের ব্যালট নাম্বার পেতে পেতে সন্ধ্যা হয়, আবার বৃষ্টির জন্য আমরা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারিনি। গতকাল আমাদের হল গুলোতে গণসংযোগ করেছি। আবার আজকে সকাল থেকেই বৃষ্টি যার জন্য একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। কারন আমাদের আচরণ বিধিতে আছে একাডেমিক ভবনের ভেতরে কেউ ভোট চাইতে পারবেনা। এই বৃষ্টির মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী একাডেমিক ভবনের ভিতরে অবস্থান করছে। আমরা এভাবেই আচরণ বিধি মেনে গণসংযোগের চেষ্টা করে যাচ্ছি এবং ভালো সাড়াও পাচ্ছি।
এদিকে সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছেন। সবাই যে আচরণবিধি মেনে প্রচারণা চালায়। আমরা যদি কোনো ধরণের আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাই তাদেরকে প্রথমে সংশোধন করবো। তারপরও ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: