ডাকসু নির্বাচন
আগে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগ
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩২
আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এমন ঘটনা ঘটান পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী। তিনি অমর একুশে হলের কর্মকর্তা।
কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পোলিং এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারের দুটি কপি দেওয়া হয়েছিল। সেই ভোটার দুটি পেপারই পূরণ করে ফেলেন। পরে একটি ব্যালট বাক্স জমা দেন ও আরেকটি টেবিলে জমা দেন। এরপর আরেক ভোটার এলে আগে পূরণ করা ফেরত দেওয়া ওই ব্যালট পেপার তাকে দেওয়া হয়েছিল। কিন্তু সেটি পূরণ করা থাকায় ওই ভোটার সেটি ফেরত দেন।
বিষয়টি ভালোভাবে সামলানো হয়েছে বলে জানান অভিযোগকারীরা।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে আরকি।’
ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। আর ছাত্র ২০ হাজার ৯১৫ জন।
এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সবমিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে, সময় পাবেন ১০ মিনিট।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: