ভিকারুননিসায় হিজাবকাণ্ডে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৭:১৭
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২২:১১

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 'হিজাবকাণ্ডের' ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাজেদা বেগম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বসুন্ধরা প্রভাতী শাখার একটি শ্রেণি কক্ষ হতে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে কেন তাঁকে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: