মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


আমাদের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল : অর্থ উপদেষ্টা


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৫

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১১

ছবি : সংগৃহীত

আমাদের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল, সম্প্রতি খাদ্য বর্হিভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে আমেরিকা থেকে পণ্য আমদানি করলেও ভোক্তাদের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল এখন বাংলাদেশে, আপনারা আমদানি শুল্ক আরো বাড়াচ্ছেন কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। তারা ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারে। সেখানে মোটামুটি আমরা কমর্ফোটেবল পজিশনে আছি।

আমেরিকা থেকে পণ্য আনতে ভিয়েতনাম থেকে বেশি খরচ হবে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, কিছুটাতো হবেই। যেমন আমরা গমের বিষয় বলেছি এতে আমদানি মূল্য বেশি হবে কিন্তু মানটা অনেক ভালো। আমরা ট্যারিফ অ্যাভয়েড করতে চাইছি, ঘাটতি কমাতে চাইছি তাতে কিছুটাতো লাগবেই।

ভোক্তাদের ওপর কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, না না ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না। আমরাতো এমনিতেই ভোক্তাদের জন্য মূল্য নিয়ে অনেকটা চেষ্টা করেছি। টিসিবিসহ অন্যান্য বিষয়ে আমরা ভর্তুকি দিচ্ছি।

এতে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, মূল্যস্ফীতিতে এখনও প্রভাব পড়েনি। তবে বড় সমস্যা হলো পাইকারি ও খুচরা বাজারে। তারাতো অর্থনীতির ধারাকে ছাড়িয়ে গেছে। পৃথিবীর অন্যান্য দেশে এটা কমই হয়। আমাদের মোটামুটি মূল্যস্ফীতি স্থিতিশীল, সম্প্রতি খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে।

সম্প্রতি অর্থনীতিবিদরা বলেছেন, দেশে বেকার সংখ্যা এখন ভয়ংকর রূপ ধারণ করেছে যা অর্থনীতিতে প্রভাব ফেলবে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তারা যে বিশেষণ ব্যবহার করেছে সেটা এব্যাপারে আসে না। তবে কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে। ব্যবসা-বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায় সেটা অবশ্যই প্রভাব পড়ে। সেটা নির্ভর করে আমরা ব্যবসা-বাণিজ্য কতটুকু সহায়তা দিচ্ছি। একেবারে ভয়ংকর কিছু এটা মনোযোগ আকর্ষণ করার জন্য বলে। তবে আমরা সচেতন আছি।

ব্যবসা-বাণিজ্য মন্থর হয়েছে সে বিষয়ে কি বলবেন? প্রশ্নে উপদেষ্টা বলেন, ব্যবসাটা মাঝখানে একটু মন্থর ছিলো, এখন একটু ভালো হয়েছে।

ট্যাক্স নিয়ে তিনি বলেন, ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু পারি ব্যবহার করছি। আইনজীবীদের আমরা সময় দিয়েছি যাতে তারা তাড়াতাড়ি কাজটা করতে পারে। যেমন অনেক লোক আছে যারা ট্যাক্স ফরমটা পূরণ করতে পারে না। সামান্য ফি নিয়ে যদি আইনজীবী করে দেয় তাহলে তাদের জন্য সুবিধা।

রাজনৈতিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ক্রয় কমিটিতে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না। তবে অর্থনীতির কিছু বিষয় আলোচনা হয়। আমরা অর্থনীতির দিকটা মোটামুটি কনস্যুলেট করার চেষ্টা করছি।

অর্থ উপদেষ্টা বলেন, আজকে আমাদের অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে কতগুলো বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেনারেশন যাই হোক উপকেন্দ্রগুলো ফল্টি হয় সিস্টেম ডিস্ট্রিবিউশন একটা বড় কারণ। দেশের প্রত্যন্ত কতগুলো জায়গায় সেটা অনুমোদন দিয়েছি। আর এলএনজি আনার জন্য বলেছি। সারের মধ্যে এমওপি, ইউরিয়া আছে এগুলো আমরা অনুমোদন দিয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top