বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৩:৩১
আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৫:৫৩

দীর্ঘদিন ধরে প্রচলিত ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)’ নামটি আর থাকছে না। ২০২৬ সাল থেকে এই মেলার নতুন নাম হবে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’। সোমবার (১৮ আগস্ট) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৮তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় তিন দশক ধরে ‘ডিআইটিএফ’ নামে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৫ সালে রাজধানীর আগারগাঁওয়ে এই মেলার যাত্রা শুরু হলেও এখন এটি পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে।
নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া ওই সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানসহ অনেকে। সভায় কয়েকজন সদস্য নাম পরিবর্তনের বিপক্ষে মত দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হয়, মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মেলার মূল উদ্দেশ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে উন্নতমানের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং দেশের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ তৈরি করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান মেলায় সরাসরি অংশ নিচ্ছে না। তারা দূতাবাস, প্রতিনিধি দল কিংবা আন্তর্জাতিক অংশীদার নয়, বরং স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে মেলায় অংশগ্রহণ করছে।
ফলে বিদেশি ব্র্যান্ডের নামে অনেক নিম্নমানের পণ্য উপস্থাপন করা হচ্ছে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছেন। পাশাপাশি মেলার আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণেই মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যেসব বিদেশি প্রতিষ্ঠান এর আগেও অংশ নিয়েছে, তারা আগামীতেও অংশ নিতে পারবে। পাশাপাশি ইপিবি নতুন একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর নাম হবে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’। এই আন্তর্জাতিক সোর্সিং ফেয়ারের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের রফতানিযোগ্য পণ্যের পরিচিতি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: