মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


মাদকের হটস্পটে র‌্যাবের হানা

গাঁজাসহ ১৩ মাদক কারবারি গ্রেফতার


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৪

ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরীর মাদকের হটস্পটে অভিযান চালিয়ে গাঁজাসহ ১৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন— নগরীর লক্ষিপুর ভাটাপাড়া এলাকার শামসুদ্দিন মোল্লার ছেলে সেলিম রেজা (৫৫), বন্ধগেট বিলশিমলা এলাকার আব্দুর রহিমের ছেলে বুলেট অরফে রুবেল (৩০), লক্ষিপুর ভাটাপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. রিদয় (২৫), কাজিহাটা এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে শিহাব আহমেদ শিশির (২২), আলীগঞ্জ জামাল মন্ডলের মোড় এলাকার মৃত আইউব আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৭), লিলিহল এলাকার সাজ্জাদ আলীর ছেলে জয়নাল আবেদীন জনি (২৫), মিয়াপুর এলাকার ফিলিপ বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাস (২৩), কর্নহার এলাকার মৃত আজাদ আলীর ছেলে সাজিদ আলী (২২), জেলার বাগমারা উপজেলার মাদারিগঞ্জ এলাকার মতিউর রহমানের ছেলে জাফর সাদিক অভি (২২), নওদাপাাড়া মেহের মিল এলাকার সুমন ইসলামের ছেলে সৌরভ হোসেন (২৪), দামকুড়া পুরাতন মধুপুর এলাকার লিয়াাকত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৬), কাপাসিয়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে আলমগীর হোসেন (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কুমিরজান এলাকার লাল মোহাম্মদের ছেলে ইউনূস আলী (৪২)।

র‌্যাব জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে, দাসপুকুর এলাকায় বর্তমানে ব্যাপক হারে মাদকের কেনা বেচা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল ওই স্থানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে এবং রাতে একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১৩ মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৮০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ৬টি, সিম ৬টি ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল। তাছাড়া আসামিরা নিজেরাও বিভিন্ন ধরনের মাদক সেবন করে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top