৫ তলা থেকে খালে পড়ে দুজনের মৃত্যু
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০৫:৩৯
আপডেট:
৪ মে ২০২৫ ১২:৩৬

চট্টগ্রামে পাঁচতলা ভবন থেকে চাকতাই খালে লাফিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিলে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন- বাকলিয়া থানাধীন মহাজন পাড়া এলাকার আলী আহমেদের ছেলে মামুন (১৮) ও একই এলাকার মাহবুব উদ্দিনের ছেলে হৃদয় (১৩)।
বাকলিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ‘গোসল করার সময় তারা পাশের একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে খেলার ছলে খালে লাফ দেয়। এতে তারা খালের কাদায় আটকে আঘাত পেয়ে মারা যায়। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।’
বাকলিয়া থানার ওসি মো. আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ভবন থেকে চাকতাই খালে লাফ দিয়ে দুজন মারা গেছে। তাদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
সম্পর্কিত বিষয়:
চট্টগ্রাম
আপনার মূল্যবান মতামত দিন: