সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬, ৬ই মাঘ ১৪৩২


ইসি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে, আশা মির্জা ফখরুলের


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬ ১৫:৩২

আপডেট:
১৯ জানুয়ারী ২০২৬ ১৮:১৮

নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আশা করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে।’

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে।

সিইসির সঙ্গে রোববারের বৈঠকের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপিলে দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না।

এর আগে মির্জা ফখরুলের নেতৃত্বে জিয়াউর রহমানের সামাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এতদিন নানা উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতেন দলটির নেতাকর্মীরা। গত ৩০ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসা বেগম খালেদা জিয়া। পরদিন স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় তাকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top