খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার কর্মসূচি, কেক কাটতে বারণ
প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৩:৪৮
আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ১৬:১৯

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (১৩ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধের কথা জানান।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকারপ্রধান (বেনজীর ভুট্টোর পর)। তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন। জিয়ার ইন্তেকালের পর তিনি দলের হাল ধরেন। সেই থেকে তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: