বাংলা নববর্ষ উপলক্ষ্যে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা বার্তা
 প্রকাশিত: 
                                                ১৪ এপ্রিল ২০২৫ ১১:২৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:০২
                                                
                                        বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
সোমবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, আজ পয়লা বৈশাখ ১৪৩২-বাংলা বছরের প্রথম দিন। এটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য এক গৌরবময় ও আনন্দের দিন। আমরা বাংলাদেশি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, আমাদের রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। পয়লা বৈশাখ উদযাপনের মাধ্যমে সেই স্বাজাত্যবোধ, বাঙালিয়ানা এবং সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন করে প্রাণ সঞ্চার হয়।
তারা বলেন, পয়লা বৈশাখ বাংলাদেশের মানুষের একটি সার্বজনীন উৎসব। এই দিনটি আনন্দঘন পরিবেশে নিজস্ব সাংস্কৃতিক রেওয়াজে বরণ করে নেয় এ দেশের মানুষ। গণ-অভ্যুত্থান আমাদের সকল বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথ তৈরি করেছে। এই নববর্ষ প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়।
গণঅধিকার পরিষদ নেতারা দেশবাসীর উদ্দেশে বলেন, নববর্ষের এই দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। পয়লা বৈশাখের প্রথম আলোয় দূর হোক অন্ধকার, আলোকিত হোক জাতীয় জীবন।
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: