দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪ ১৯:৩৮
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৫:১২
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা বিএনপির সদস্য ও ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মজুমদার এবং ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন পাটোয়ারীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: