শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩ ১১:৩৮

আপডেট:
৩ মে ২০২৪ ০৩:৩০

ছবি-সংগৃহীত

বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলা মোটর থেকে মিছিলটি শুরু হয় মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি জানান।

তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ডাকা অসহযোগ আন্দোলন চলাকালীন প্রথম অবরোধকে সমর্থন জানিয়ে আমরা রাজপথে নেমে এসেছি। গণতন্ত্রকে বাঁচাতে আমাদের এসব কার্যক্রম লাগাতার চলবে। বিরোধী দল এবং মতকে মুছে দেওয়ার জন্য বর্তমান সরকার যে ষড়যন্ত্র করছে সেগুলো নস্যাৎ করে দেওয়া হবে।

মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একদফা দাবি মেনে নিয়ে ডামি নির্বাচনের তফসিল বাতিল ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হাওলাদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মারজুক সাকিব, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম তপু, সুলতান মাহমুদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদ রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বেপারী, সিকদার শাহীন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক গণশিক্ষা সম্পাদক মৃধা জুয়েল।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top