9927

05/01/2025 প্রাক্তন স্ত্রীদের এখনও ভালোবাসেন আমির

প্রাক্তন স্ত্রীদের এখনও ভালোবাসেন আমির

বিনোদন ডেস্ক

৪ আগস্ট ২০২২ ০০:৪৯

দাম্পত্যর ইতি টানলেও আমির খান ও কিরণ রাওয়ের সম্পর্ক অবনতি হয়নি। সেটা আগের মতোই আছে। এখনও ভালোবাসেন সাবেক স্ত্রীকে। ‘কফি উইথ করণ’র মঞ্চে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন আমির।

কিরণ রাওয়ের আগে রিনা দত্তের সঙ্গে সংসার পেতে ছিলেন আমির। তাদের দুই সন্তান-ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির-কিরণের এক পুত্র আজাদ, একসঙ্গেই ছেলের দেখভাল করছেন আমির-কিরণ।

শুধু কিরণই নয়, রিনার ক্ষেত্রেও একই মন্তব্য আমিরের। তাই যারা আট-দশটা পুরুষের মতো আমিরকে ভেবেছেন তাদের জন্য বিষয়টি অন্যরকমই শোনাবে।

সেই অনুষ্ঠানে আমিরের বক্তব্য, ‘আমাদের সম্পর্কের মাঝে এক মুহূর্তের জন্য তিক্ততা আসেনি। আমার মনে আমার দুই প্রাক্তন স্ত্রীর জন্য প্রচুর শ্রদ্ধা আর সম্মান রয়েছে। আমরা সবসময় একটাই পরিবার থাকবো।’

কিরণ প্রসঙ্গে আমির বলেন, ‘এখনও ভালোবাসা আছে। ও আমার পরিবার।’

গত বছর আচমকাই ডিভোর্সের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবেই ধরা হত তাদের। বিচ্ছেদের পরেও হামেশাই আমিরের পাশেই দেখা গিয়েছে কিরণকে। শুরু করছেন তাদের নতুন ছবিও।

অন্যদিকে, ‘লাল সিং চাড্ডা’র প্রচারণায় করণ জোহরের অনুষ্ঠানটির শুটিংয়ে এসেছিলেন আমির ও কারিনা কাপুর খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]